সেপ্টেম্বরে দেশে আসছে ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন
সেপ্টেম্বরে ফাইজারের ভ্যাকসিনের ৬০ লাখ ডোজ দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ফাইজারের ভ্যাকসিন এক ধরনের বিশেষ ভ্যাকসিন যা মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
এর আগে, গত ২৭ মে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) বাংলাদেশে ফাইজারের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
এরপর, ৩১ মে কোভ্যাক্স কর্মসূচির আওতায় দেশে ১ লাখ ফাইজারের ভ্যাকসিন আসে। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে ভ্যাকসিনের সুষম বন্টন নিয়ে কাজ করছে কোভ্যাক্স।
এদিকে, আজ থেকে নিবন্ধন ছাড়া টিকাদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া মধ্যবর্তী সময়ের ব্যবধান কমিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা প্রথম ডোজের ১৫-২০ দিনের মধ্যে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়া যায় কি না, সেই সম্ভাবনা বিবেচনা করছি,"
সরকারি তথ্য অনুযায়ী, অ্যাপ বা সাইটে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করা ৩.৫ কোটি মানুষের মধ্যে ২ কোটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।