সেরাম ভ্যাকসিন সরবরাহ না করলে অর্থ ফেরত দেবে: অর্থমন্ত্রী
ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ না করলে বাংলাদেশের পরিশোধ করা অগ্রিম অর্থ ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে ভ্যাকসিনের জন্য কতোদিন অপেক্ষা করার পর বাংলাদেশ তার পাওনা ফেরত চাবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
বুধবার (৫ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "সেরাম ইনস্টিটিউট থেকে যে ভ্যাকসিন পাবো না, তা আমরা এখনও জানি না। যখন আমরা চূড়ান্তভাবে এ বিষয়ে জানতে পারবো, তখন হয়তো টাকা অবশ্যই ফেরত পাব।,"
"মৌখিক আলোচনার ভিত্তিতে আমরা সেরামকে অগ্রিম মূল্য পরিশোধ করিনি। লিখিত চুক্তি হয়েছে, যা মেনে চলতে সবপক্ষের বাধ্যবাধকতা রয়েছে। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করার বিষয়ে তাদের বাধ্যবাধকতা ছিল। কারণ, ভ্যাকসিন এখন মানুষের জীবন-মরণের সঙ্গে সম্পৃক্ত," যোগ করেন তিনি।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমার জানা নেই। তবে একটি আন্তর্জাতিক চুক্তিতে যে সব শর্ত থাকে, তার সবই এ চুক্তিতে রয়েছে,"
তিনি বলেন, "ভ্যাকসিনের জন্য আমরা আর একটি মাত্র উৎসের ওপর নির্ভর করবো না। বিভিন্ন দেশের অন্য যে সব কোম্পানি মানসম্পন্ন ভ্যাকসিন উৎপাদন করছে, সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি আমরা।"