স্ত্রী-সন্তানসহ মাগুরা জেলা জজ করোনায় আক্রান্ত
মাগুরা জেলা ও দায়রা জজ, তার স্ত্রী-পুত্রসহ মঙ্গলবার জেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে গত রোববার জেলা দায়রা জজ এর আর্দালি ও পিওনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মঙ্গলবার মাগুরায় নতুন করে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, মহম্মদপুরে দুইজন ও শ্রীপুর উপজেলায় একজন রয়েছেন। সদরে আক্রান্ত পাঁচজনের মধ্যে রয়েছেন, জেলা ও দায়রা জজ এবং তার স্ত্রী ও পুত্র।
জেলা ও দায়রা জজ এবং তার স্ত্রী, সন্তান করোনা পজেটিভ হওয়ার বিষয়টি মোবাইল ফোলে নিশ্চিত করেছেন সদর সহকারী জজ কেএম মহিউদ্দিন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৬ জন। মারা গেছেন দুইজন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে 'রেড জোন' হিসেবে চিহিৃত করে এ দুই এলাকাকে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। এক হাজার মানুষের বসবাস এ দু'টি পাড়ায় এখন ছয়জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।