২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি করবে সেরাম: বেক্সিমকো
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানি করবে বলে জানিয়েছেন বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
'প্রথম লটে সরকারের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে; অবশ্য বাণিজ্যিক অংশের ১০ লাখ ডোজের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন বেক্সিমকোর ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, বেক্সিমকোর ৭৫ শতাংশ প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।
'ভ্যাকসিন আসার পর ডিজিডিএর আন্ডারে থাকা টেস্টিং ল্যাবের পারমিশন নিতে হবে। ইমার্জেন্সি সিচুয়েশনের ৪৮ ঘণ্টার মধ্যে পারমিশন পাওয়া যাবে বলে আসা করছে বেক্সিমকো,' বলেন রাব্বুর রেজা।
এই কর্মকর্তা আরও জানান, ভ্যাকসিন আসার পর বেক্সিমকোর টঙ্গির দুটি ওয়্যারহাউসে রাখা হবে। সেখান থেকে কোল্ড চেইন মেইনটেইন করে পাঠানো হবে ইপিআই-এর সেন্টারে।
এর আগে বিগত ২০২০ সালের ৫ নভেম্বর বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সেরাম ইনস্টিটিউড অব ইন্ডিয়া এবং স্থানীয় জায়ান্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত টিকা আমদানিতে একটি ত্রিপক্ষিয় চুক্তি করে।
ওই চুক্তি অনুসারে প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসের প্রথম ধাপে ৩ কোটি ডোজ সরবরাহ করবে সেরাম।