২৬ মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াশ
আগামী ২৬ মে তারিখে উড়িষ্যার উত্তর অংশ এবং বাংলাদেশ উপকূলের মধ্যে পৌঁছতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় 'ইয়াস'।
উড়িষ্যার স্পেশাল রিলিফ কমিশনার (এসআরসি) প্রদীপ কুমার জেনা শুক্রবার এই তথ্য প্রকাশ করেছেন বলে জানায় উড়িষ্যা নিউজ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ এ পূর্বাভাসের সাথে একই সুরে বলেন, ২৬ তারিখে এ 'সুপার সাইক্লোনটি' ১২০-১৪০ কিমি/ ঘন্টা গতিবেগের প্রচণ্ড শক্তিশালী বাতাসের সাথে ভূমিতে আছড়ে পড়তে পারে।
উপকূলীয় অবস্থানের উপর নির্ভর করে সাগরে সৃষ্ট সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য ৬ থেকে ৭ মিটার কিংবা তারও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কুয়াকাটা উপকূলবর্তী সুন্দরবনের (ভারত ও বাংলাদেশ) পুরো অংশে আগামী ২৬-২৭ মে তীব্র ঢেউ এবং উপকূলীয় জলাবদ্ধতার সৃষ্টি হবে।
সুন্দরবনের ভারতীয় অংশে অবস্থিত সাগর দ্বীপে ইয়াস প্রথম আঘাতটি হানতে পারে।