‘পাখি মারার মজাই আলাদা’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিজিটিং কার্ডে নিজেকে গাড়ি ভাড়া দেওয়ার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছেন মোস্তাফিজুর রহমান। শনিবার ফেসবুকে এক পোস্টে পাখি মারার নেশার কথা জানিয়ে তিনি লিখেন, ‘পাখি মারার মজাই আলারা (আলাদা)।’
বন্দুক হাতে নিয়ে তোলা সেই পোস্টের সূত্র ধরে কথা হয় মোস্তাফিজুরের সঙ্গে। তিনি জানান, তার বাড়ি সাতক্ষীরার কাটিয়া আমতলায়।
আলাপের সময় সাংবাদিক পরিচয় গোপন করে গাড়ি ক্রয়ের বিষয়ে কথা বলতেই মোস্তাফিজুর বলেন, “সব ধরনের গাড়ি রয়েছে। আপনি যা চাইবেন, সেটাই দেওয়া যাবে। আমি ঢাকাতে যাচ্ছি; বিস্তারিত পরে জানাব।”
সে সময় ফেসবুকে পাখি শিকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার পাখি শিকারের শখ রয়েছে। সাতক্ষীরা কাটিয়া আমতলায় আমার বাড়ি। শ্বশুরবাড়িতে গিয়ে আজ (শনিবার) আটটি ঘুঘু পাখি ধরেছি; ছবি দিয়েছি ফেসবুকে।”
এরপর সাংবাদিক পরিচয় দিতেই ‘কোনো পাখি শিকার করিনি’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। পরে ফোনকল আর রিসিভ করেননি মোস্তাফিজুর।