‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ পরিচালিত হবে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে
মুজিব শতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে গৃহীত 'বঙ্গবন্ধু শিক্ষা বীমা' পরিচালিত হবে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে। এই বীমা করার ক্ষেত্রে কোনো প্রকার সার্ভিস চার্জ নেওয়া যাবে না।
রোববার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
বাংলাদেশ সরকারের নির্দেশনায় ইতোমধ্যে ইনস্যুরেন্স ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) 'বঙ্গবন্ধু শিক্ষা বীমা' বাস্তবায়নে কাজ শুরু করেছে। এ বীমা করার ক্ষেত্রে জীবন বীমা করপোরেশন বীমাকারক হিসেব দায়িত্ব পালন করবে।
ইস্যুকৃত সার্কুলারে বলা হয়েছে, "বঙ্গবন্ধু শিক্ষা বীমার আর্থিক লেনদেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসেবের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া যাবে না। একইসঙ্গে, শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এর হিসাব খোলা এবং লেনদেন অব্যাহত রাখার বিষয়ে উৎসাহিত করতে হবে।"