১৫ই সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা, এইচএসসি নভেম্বরে
বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।
আজ এক প্রেস কনফারেন্সে পরীক্ষার নতুন এ তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
কোভিডের সংক্রমণ বৃদ্ধি এবং দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়।
চলতি বছরের ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এসএসসি পরীক্ষা ঈদের পর আর এইচএসসি পরীক্ষা, এসএসসির দুই মাস পর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ১৯ লাখের কাছাকাছি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল এবার।