পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি দিল সেতু কর্তৃপক্ষ
পদ্মা সেতুতে রেল পথের কাজের জন্য সেতুপক্ষ থেকে রেল কর্তৃপক্ষে আজ থেকে কাজের অনুমতি দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে সেতুর রেলপথের অংশ পরিদর্শনের পর সেতু ও রেলকর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল বিষয়টি নিশ্চিত করেন।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান জানান, আমরা আজকে থেকে রেল কর্তৃপক্ষকে কাজের জন্য অনুমতি দিয়েছি।
পুরো সেতুটি সেতু কর্তৃপক্ষের থাকবে শুধুমাত্র রেলট্র্যাকটি তাদের আওতায় থাকবে।'
রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, কিছুকাজ বাকি আছে, তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না।
'আমরা প্রথমে এটিকে পর্যবেক্ষণে নিবো। চোখের দেখাতে খুব একটা ভাইব্রেশন হচ্ছে না, তবে এটি টেকনিক্যাল বিষয়, পুরোটাই যন্ত্রের মাধ্যমে করা হবে। সেক্ষেত্রে তেমন কোন সমস্যা হবে না, সমস্যা হলেও সেটির সমাধান আছে।'
পর্যবেক্ষণের জন্য ১ সপ্তাহ সময় লাগবে বলে জানান তিনি।