পদ্মা সেতু থেকে খালেদা জিয়াকে ফেলে দেওয়ার হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
২০২২ সালে এক বক্তৃতায় সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে 'ছুড়ে ফেলার' হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাসিনার বিরুদ্ধে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয়া পাল এ মামলা দায়ের করেন। শেখ হাসিনাকে মামলার একমাত্র আসামি করা হয়েছে। মামলার আইনজীবী রেজাউল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই)।
তদন্তের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা এবং ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
২০২২ সালের ১৮ মে'তে পদ্মা সেতু উদ্বোধনের এক মাস আগে শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়েছে। ওই বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে 'টুস করে ফেলে' দেওয়া উচিত এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে 'চুবানি দেওয়া' উচিত।
মামলার বিবরণীতে সৌরভ প্রিয়া পাল দাবি করেছেন, শেখ হাসিনার মন্তব্য খালেদা জিয়ার জীবনের জন্য প্রকাশ্যে হুমকি স্বরূপ। তিনি আরও অভিযোগ করেন যে, এই বক্তব্য সহিংসতা উসকে দিয়েছে।
এ মামলার বিষয়ে সৌরভ প্রিয়া পাল বলেন, "শেখ হাসিনা প্রকাশ্যে খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন এবং ৫ আগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের পর আমি এই উসকানির বিরুদ্ধে ন্যায়বিচার চাইতে আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"