২৭ কোটির রোলস রয়েস আমদানিকারক জেডঅ্যান্ডজেডের লাইসেন্স স্থগিত
শুল্ক পরিশোধ না করে চট্টগ্রাম ইপিজেড থেকে ২৭ কোটি টাকার রোলস রয়েস গাড়ি অপসারণের দায়ে আমদানিকারক জেডঅ্যান্ডজেড ইনটিমেটস লিমিটেডের জেনারেল বন্ড লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট।
গত ১৪ জুলাই লাইসেন্স স্থগিত করে দেশের সব শুল্ক স্টেশন, কাস্টম হাউস, ভ্যাট এবং কাস্টম বন্ড কমিশনারেটে চিঠি পাঠিয়েছে তারা।
গাড়িটির আমদানিকারক জেডঅ্যান্ডজেড ইনটিমেটস তাদের অনুমোদিত চারজন পরিচালক বা মালিকদের মধ্যে শুধুমাত্র দুই জনের স্বাক্ষর নিয়ে উক্ত স্বাক্ষর লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়ন না করার দায়ে জেনারেল বন্ড লাইসেন্স স্থগিত করা হয় বলে জানায় বন্ড কমিশনারেট।
গত ১৪ জুলাই চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট চট্টগ্রামের সিইপিজেড ডিভিশনের ডেপুটি কমিশনার তপন কুমার চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিটি দেশের সকল কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও বন্ড কমিশনারেটে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট-এর কমিশনার এ কে এম মাহবুবুর রহমান বলেন, জেডঅ্যান্ডজেড ইন্টিমেটস লিমিটেডের জেনারেল বন্ড লাইসেন্স এর কার্যকারিতা সাময়িক স্থগিত করা হয়েছে।
সকল পরিচালক কর্তৃক যথাযথ প্রক্রিযায় স্বাক্ষরিত না হওয়ায় কাস্টম বন্ড কমিশনারেট চট্টগ্রাম থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি ইস্যু করা জেনারেল বন্ডের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের নথি পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠান কর্তৃক জেনারেল বন্ড গ্রহণের জন্য এ দপ্তরে দাখিলকৃত ২ হাজার টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তাদের অনুমোদিত চারজন পরিচালক বা মালিকদের মধ্যে শুধুমাত্র দুই জনের স্বাক্ষর করা হয়েছে। এমনকি উক্ত স্বাক্ষরও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়ন করা হয়নি।
প্রসঙ্গত গত ৬ জুলাই ঢাকা থেকে ২৭ কোটি টাকা দামের একটি নতুন রোলস রয়েস গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সিআইডি জানায়, গাড়িটি গত ১৭ মে রাতে ইপিজেড থেকে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়।
গাড়িটি আমদানিকারক জেডঅ্যান্ডজেড ইনটিমেটস লিমিটেডের এমডির ঢাকার গুলশানের নিজ বাসভবনে লুকানোর কথা জানতে পারে সিআইডি। সিআইডি-র যুগ্ম পরিচালক মোঃ শামসুল আরেফিন খানের নেতৃত্বে একটি টিম ৪ জুলাই সকালে অভিযান চালালে বাসভবনের গ্যারেজে গাড়িটির সন্ধান পান।
রোলস রয়েস গাড়িটির সিসি ৬,৭৫০। কাস্টমস ও মূসক আইন মোতাবেক ২ হাজার সিসি পর্যন্ত গাড়ি আমদানির জন্য শুল্ক মুক্ত সুবিধা প্রযোজ্য হবে।