শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ
শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে শিশুদের জন্য কোভিড-১৯ টিকার প্রথম চালান।
স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) কোভিড-১৯ ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা আনা হয়েছে।
তিনি বলেন, "বিশেষভাবে শিশুদের জন্য তৈরি মোট ১৫ লাখ ২ হাজার ৪০০টি ডোজ আজ সকালে দেশে এসে পৌঁছেছে।"
"আমরা পর্যায়ক্রমে টিকার প্রায় ৪০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাবো।"
প্রথমে স্কুলগুলোতে টিকা দেওয়া হবে বলে জানান তিনি। পরে টিকাদানকে কমিউনিটি পর্যায়ে সম্প্রসারিত করা হবে।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ডিজিএইচএস মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সংবাদমাধ্যমকে বলেছিলেন, আগস্টে শিশুদের টিকাদানের কার্যক্রম শুরু হবে।