দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীন।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং বাংলাদেশি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর ওয়াং ই বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (৭ আগস্ট) থেকে চীনে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যেতে পারবে।
"যত দ্রুত সম্ভব ভিসা দেওয়া হবে," বলেন তিনি।