হাবিব গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার মামলায় হাবিব গ্রুপের অঙ্গ:প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান এই আদেশ দেন।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের করা ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণার তিনটি মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব এবং তিন পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব, তানভীর হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০২১ সালের অক্টোবরে নগরীর ডবলমুড়িং থানায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের লিগ্যাল অফিসার হেমায়েতুল ইসলাম চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নাঈম ভূইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিল। কিন্তু, তারা হাজির হননি। আদালতের নির্দেশের প্রতি সম্মান না দেখানোয় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।"