ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে কোন্দল, দুই নেত্রীর বহিষ্কারের দাবি
রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা দলের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন। আরেক নেত্রী জান্নাতুল ফেরদৌসকে হয়রানি ও মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে এ বিক্ষোভ হয়।
গত ২২ সেপ্টেম্বর ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আসন বাণিজ্য, চাঁদাবাজিসহ নানান অপকর্মের কথা তুলে ধরে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকার দেখে ক্ষুব্ধ হন তামান্না ও রাজিয়া।
এরপর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কলেজ শাখার নেত্রী নুজহাত ফারিয়া ওরফে রোকসানা, আয়েশা ইসলাম ওরফে মীম ও কামরুন নাহার ওরফে জ্যোতিসহ তামান্না ও রাজিয়ার কয়েকজন সমর্থক জান্নাতুল ফেরদৌসকে কলেজের ছাত্রী নিবাস থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।
এ সময় তারা জান্নাতুলকে উত্ত্যক্ত ও মারধর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনায় ওই রাতেই তামান্না ও রাজিয়াকে বহিষ্কারের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের পক্ষে অবস্থান নিয়ে কলেজ ক্যাম্পাসে পাল্টা মিছিল করে।
তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কলেজ প্রশাসন দুই পক্ষকে ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি।
এদিকে, ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী জান্নাতুল সাংবাদিকদের জানান, তামান্না ও রাজিয়ার অনুসারীরা তাকে ইডেন কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করে। এমনকি, তারা তাকে ব্ল্যাকমেইল করার জন্য তার আপত্তিকর ছবি তুলেছে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার সকালে বঙ্গমাতা হল সুপার নাজমুন নাহার বলেন, বিবাদমান দুই পক্ষের বক্তব্য তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।