ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ২ দিনের রিমান্ডে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা এক মামলায় সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
গত রাতে রিভাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে আদালতের সামনে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ছাত্র আবু সায়েদ বিন মাহিন সরকার বাদী হয়ে ৩৯১ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থককে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।
রিভার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত রিভার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিভা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।