১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ কমে ১২০০ টাকা
অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম প্রতি কেজিতে ৩৫ টাকা কমিয়েছে সরকার।
রোববার (২ অক্টোবর) এক ব্রিফিংয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১২০০ টাকা। গত সেপ্টেম্বরেও এ দাম ছিল ১২৩৫ টাকা।
আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল বলেন, প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি টন ৫৭০.৫০ ডলার বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
সৌদি আরবের কোম্পানি আরামকো প্রতি মাসে এলপিজির এই দুটি উপাদানের দাম প্রকাশ করে যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপির ভিত্তিতে বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিইআরসি ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করে।