আসন্ন বিশ্বমন্দার শঙ্কা দেখা দেওয়ায় সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত, আগামী বছরেই বিশ্বমন্দার আভাস দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। এই অবস্থায় দেশবাসীর প্রতি সঞ্চয়ে মনোযোগ দিতে, খাদ্য উৎপাদন বাড়াতে ও প্রতিটি খাতে মিত্যব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর এনইসি ভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সাপ্তাহিক সভায় দেয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকার প্রধান বলেন, 'তারা (জনগণ) আমাদের সবচেয়ে বড় শক্তি। যতদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে, ততদিন আমাদের কোনো চিন্তা নেই। করোনাভাইরাস মহামারি মোকাবিলা করার সময়ের মতো চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্যও জনগণকে আমাদের উৎসাহ দিতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে।'
আগামী বছর বিশ্বে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষের প্রবল সম্ভাবনা থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, '...যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সফরের সময় আমি অনেক বিশ্বনেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকেই এই বিষয়টি (খাদ্য নিরাপত্তা) নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন। তারা মনে করেন যে, ২০২৩ সাল একটি খুব ভয়াবহ বছর হবে। এ বছরে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ হতে পারে।'
শেখ হাসিনা বলেন, 'আমাদের অবশ্যই খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং সেগুলো (খাদ্য) সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। আমাদের মাটি খুবই উর্বর এবং (উর্বর ভূমি ব্যবহার করে) আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।'
প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ শৃঙ্খল বাধাহীন রাখতে সরকার নীতি সহায়তা দেবে এবং খাদ্য মজুদ ও পরিবহন মনিটর করবে, যাতে সংকটকে পুঁজি করে মজুতদারি বড় সমস্যা না হয়ে ওঠে।
এই মুহূর্তে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প না নিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
যে কোনো প্রকল্প গ্রহণের বিষয়ে তিনি বলেন, জনগণের সর্বোচ্চ সুবিধা নিয়ে সবাইকে ভাবতে হবে।
'ফান্ড পাওয়া গেলেও কোনো অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিতে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। আমাদের যে কোনো প্রকল্প খুব সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে নিতে হয়, যাতে সেই প্রকল্প থেকে আমরা কিছু রিটার্ন পেতে পারি; যা দেশের উপকারে আসে। আমরা (এখন শুধু) এই ধরনের প্রকল্প হাতে নেব।'
প্রধানমন্ত্রী বলেন, 'আমি সেরকম কোনো প্রজেক্ট নিইনি। আমরা এ ব্যাপারে সবসময় সতর্ক ছিলাম। ভবিষ্যতেও আমাদের সতর্ক থাকতে হবে।'