১৬ লাখ কৃষককে সার-বীজ দিবে সরকার
গম, ভুট্টা, পেয়াজ, তেল ও ডালজাতীয় ফসল উৎপাদনের জন্য ১৬ লাখ ৭১ হাজার কৃষককে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতি কৃষককে ১ বিঘা করে জমি চাষের জন্য নির্দিষ্ট ফসল উৎপাদনে প্রয়োজনীয় বীজ ও সার দেওয়া হবে বিনামূল্যে।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় বলছে, "কৃষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য ১৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি বাজেট পুনর্বাসন সহায়তা খাত থেকে এ অর্থ প্রনোদনা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।"
কৃষি মন্ত্রণালয় বলছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা টিবিএসকে বলেন, "ফসলের উৎপাদন বাড়ানো এবং কৃষকদেরকে কৃষিকাজে ধরে রাখতে উৎসাহ প্রদান করাই এই প্রণোদনার উদ্দেশ্য।"