চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫ শতাধিক মামলা, ২২ গ্রেপ্তার
চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৩৫০ জন অজ্ঞাতনামা ও আরও ১৮৬ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাদী হয়ে থানায় মামলা করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে, গতকাল সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।
শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিল থেকে যুবদল নেতাকর্মীদের হামলায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
ওসি জুবায়ের জানান, যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের একটি মিছিল হাজীগঞ্জ পূর্ব বাজারে প্রবেশের চেষ্টা করে।
"মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়।"