বাংলাদেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ শনাক্ত
ঢাকা ও চট্টগ্রামে ওমিক্রনের নতুন একটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।
'এক্সবিবি' নামক এ সাব-ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আদনান মান্নান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবরেটরিতে (এনআরআইসিএইচ) অক্টোবরে করা একটি সিকোয়েন্সিংয়ে নতুন এই সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে টিবিএসকে জানান তিনি।
ড. আদনান মান্নান জানান, এক্সবিবি ভ্যারিয়েন্টে আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। এই সাব-ভ্যারিয়েন্টটি অনেক বেশি সংক্রামক। তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ টিকা নেওয়ায় সংক্রমণের হার তুলনামূলকভাবে কম।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ অর্থাৎ আইসিডিডিআর,বি-তেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে।
২৩ অক্টোবর আইসিডিডিআর,বি-এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আইসিডিডিআর,বি করোনাভাইরাসের ৯২টি জিনোম সিকোয়েন্স করেছে। ভাইরাসটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে বলে জানায় তারা।
১০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জিনোম সিকোয়েন্সিংয়ের প্রথম দুই সপ্তাহে, ওমিক্রন বিএ.-২ পাওয়া গেছে ৮৪% এবং বিএ.-৫ পাওয়া গেছে ১৬% নমুনায়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সাব-ভ্যারিয়েন্টগুলোর বেশিরভাগই 'এক্সবিবি' নামক একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ (২৬ অক্টোবর) সংক্রান্ত সাপ্তাহিক এপিডেমিওলজি আপডেট অনুযায়ী, ৩৯০টি ওমিক্রন থেকে উদ্ভুত সাব ভ্যারিয়েন্ট এবং ৪৮টি রিকম্বিন্যান্ট শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুর, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩৫টি দেশে এক্সবিবি এবং এক্সবিবি.১ শনাক্ত করা হয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮৮ জনের দেহে করোনা ধরা পড়েছে।
সারা দেশে এ সময় ৩,৬৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে ২.৮১ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সাল থেকে বাংলাদেশে এখন পর্যন্ত ২৯,৪২৩ জন মারা গেছে এবং ২০,৩৫,২৪০ জন এ রোগে সংক্রমিত হয়েছে।