ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি বরিশালের ব্যাটারিচালিত যান চালক সংগ্রাম পরিষদের
বরিশালে ৪ ও ৫ নভেম্বর ব্যাটারিচালিত তিন চাকার যানের ধর্মঘটের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার দুই সংগঠক।
আজ এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান সংগঠক দুলাল মল্লিক ও মানিক হাওলাদার।
নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশালসহ সারাদেশে বিআরটিএ থেকে ব্যাটারিচালিত থ্রি হুইলারের লাইসেন্স প্রদানসহ মহাসড়কে থ্রি হুইলারের জন্য আলাদা লেন চালুর দাবি জানিয়ে আসছে।
"দীর্ঘ দশ বছরের আন্দোলনে এই মালিক সমিতি বা তথাকথিত কল্যাণ সংগঠনকে খুঁজে পাওয়া যায়নি। বরং গত মে মাসে তারা অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা বলে অকার্যকর সমাবেশ করে শ্রমিকদের বিভ্রান্ত করেছেন," বলেন তারা।
এই কল্যাণ সমিতির সবার নামে চাঁদাবাজির মামলা আছে যা তদন্তের মাধ্যমে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলে জানান তারা।
নেতৃবৃন্দ আরো বলেন, "৪ এবং ৫ নভেম্বরের এই ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা এই ধর্মঘট সফল করতে রূপাতলী, নথুল্লাবাদসহ নগরীর বিভিন্ন স্থানে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়ি চলাচলে বাধা দিচ্ছে।"
সংগ্রাম পরিষদের স্টিকারযুক্ত গাড়িতেও এই সন্ত্রাসীরা চলাচলে অবৈধভাবে বাধা প্রদান করছে বলে জানান তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।