ট্রলার, রিকশাভ্যানে করে ও পায়ে হেঁটে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশস্থলে যোগ দিতে আজ (৫ নভেম্বর) সকাল থেকেই রিকশাভ্যান, মোটরসাইকেল ও পায়ে হেঁটে আসতে শুরু করেছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার পুরো রাত জুড়েই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের আগমন অব্যাহত ছিল।
"বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি থেকে রওনা দিয়ে খুব ভোরে এখানে এসেছি। রাত ১২টায় আমরা যাত্রা শুরু করি, পৌঁছেছি ভোর সাড়ে ৫টায়", বলেন নিয়ামতির ইউনিয়ন নেতা আলামিন হোসেন।
ঝালকাঠি সদরের যুবদল নেতা মনির হোসেন বলেন, "আমরা সকাল ৬টার দিকে ঝালকাঠি থেকে ট্রলারে রওনা দেই, এসে পৌঁছেছি ৮টায়।"
আবার নলছিটি উপজেলার বিএনপি নেতা মাহামুদুল হাসান জানান, ফজরের নামাজের পর তারা ঝালকাঠির নলছিটি থেকে পায়ে হেঁটে সমাবেশ স্থলের উদ্দেশে রওনা দেন; পৌঁছেছেন সকাল ৯টার দিকে।
অন্যদিকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন শুক্রবার।
সমাবেশ উপলক্ষে অনেকদিন পর সবার সাথে দেখা হওয়ার সুযোগে তারা আনন্দে মেতে ওঠেন।
রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন বলেন, "এখানে রাতে ঘুমানোর মতো জায়গাটুকুও নেই। তবে তা নিয়ে আমাদের কোনো কষ্ট নেই। আমরা এখানে আমাদের প্রতিবাদ প্রকাশ করতে এসেছি এবং বাধা ছাড়া কোন প্রতিবাদই সফল হয় না।"
তবে নেতাকর্মী ও সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা ছিল।
এখন সমবেত জনতা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতাদের বক্তৃতা এবং নির্দেশনা শোনার জন্য।