গাইবান্ধায় বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ৪ সিএনজি যাত্রী নিহত
গাইবান্ধায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজি যাত্রী স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন।
আজ সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন এ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পলাশবাড়ি থানার ওসি মো: মাসুদ রানা বলেন, "আজ সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি পলাশবাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী শানে খোদা পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।"
এতে সিএনজি যাত্রী শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা সিএনজি চালক মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পড়ে থাকা তিন যাত্রীর মৃতদেহ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক সহ ২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে অঞ্জাতনামা সিএনজি চালক মারা যায়। অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।