বাংলাদেশ সীমান্তে নারী কনস্টেবল নিয়োগ দিল বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি নারী কনস্টেবলদের এক বিশেষ ভাসমান বর্ডার আউটপোস্ট বা বিওপি ক্যাম্প স্থাপন করেছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
বিওপি গঙ্গা নামের সীমান্ত চৌকিটি সুন্দরবনের ভেতরে দুইদেশের সীমান্তবর্তী জলসীমা এলাকায় নারীদের দ্বারা পাচার রোধ এবং অবৈধ কার্যক্রম ঠেকাতে কাজ করবে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ধামাখালি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বসানো হয়েছে বিওপি ক্যাম্পটি। ১১ সদস্যের এই টহল দল সম্পূর্ণরূপে নারী কনস্টেবলদের দ্বারা পরিচালিত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পার্শ্ববর্তী দেশের জন্য এ ধরনের টহল দল নিয়োগ এবারই প্রথম।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দপ্তরের এক সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, "বিএসএফের ইতিহাসে এই প্রথম নারী প্রহরীদের (নারী কনস্টেবল) একটি প্লাটুনকে সীমান্ত টহল এবং সুন্দরবনের মতো দুর্গম ভূখণ্ডে ভাসমান বিওপি পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে।"
বিবৃতিতে জানানো হয়, অনেক সময় নারীরা সীমান্ত অতিক্রম করেন এবং ভারতে পাচারের সঙ্গে জড়িত থাকেন। এ কারণে নারী পাচারকারীদের হাত থেকে সীমান্ত সুরক্ষায় নারী কনস্টেবল মোতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাসমান বিওপিগুলো বিএসএফ-এর জলসীমান্ত শাখার অধীনে পরিচালিত হচ্ছে।
এগুলো উত্তর ও দক্ষিণবঙ্গ সীমান্ত, ত্রিপুরা, মিজোরাম ও কাছাড় সীমান্ত, জম্মু সীমান্ত, পাঞ্জাব সীমান্ত এবং গুজরাট সীমান্তে ভারতের নদী সীমান্তবর্তী এলাকায় কাজ করবে।