দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে: আমীর খসরু
দেশে গুম ও খুন করা হচ্ছে। দূতাবাসের কাজ হলো- জনগণের পক্ষে কাজ করা। (বৈদেশিক) নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ তাদের না। দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে, সেটাই স্বাভাবিক। কারণ এখানে ভালো কিছু হচ্ছে না' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক' এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, 'বর্তমান অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে একটা ট্র্যাকে আনতে হবে। সেজন্যই তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ঘোষণা করেছেন। শুধু তাই নয়; যারা শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ তাদের সমন্বয়ে আপার হাউজ (সংসদের উচ্চকক্ষ) গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হতে হবে'।
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ২৭ দফা রুপরেখা বিএনপির আন্দোলনের অংশ উল্লেখ করে তিনি বলেন, যিনি এ ধরনের রুপরেখা দিতে পারেন তাকে বলা হয় 'স্টেটসম্যান'। আর তারেক রহমান সেই কাজটিই করেছেন। তার দক্ষতা ও যোগ্যতাকে তিনি বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালো আইন বাতিলের দাবি জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামরুল আহসান।
এছাড়া ঢাকা উত্তর ড্যাবের মহাসচিব ডা. এএসএম মো. মাসুম বিল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।