২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে বিরতি দেবে মেট্রোরেল
গত বছরের ২৯ ডিসেম্বর উদ্বোধনের পর বর্তমানে মাঝখানের স্টেশনগুলোতে কোনোপ্রকার বিরতি না দিয়েই রাজধানীর আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করছে। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও স্টপেজ দেবে।
এছাড়া, আগারগাঁও স্টেশনে প্রতিটি ট্রেন ১০ মিনিট দাঁড়াবে।
মেট্রোরেলের পরিচালক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এসময় তিনি জানান, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর মেট্রোরেলের ট্রিপ চলবে। প্রতিটি ট্রেন সর্বোচ্চ ২০০ যাত্রী নিয়ে চলাচল করছে। তবে যাত্রী সংখ্যায় কড়াকড়ি শিথিলের চিন্তা করা হচ্ছে। এ পরিষেবায় মানুষকে অভ্যস্ত করতে পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যাও বাড়ানো হবে।
পরিকল্পনার আওতায়, আগামী ২৬ মার্চ নাগাদ সব স্টেশনেই মেট্রো ট্রেন বিরতি দেবে বলেও জানান তিনি।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
তবে, উদ্বোধনের পর প্রথম ৩ মাস মেট্রোরেল মাঝের কোনো স্টেশনে থামবে না বলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল।