ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আন্দোলন চলবে আরও ৩ কার্যদিবস
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নিযার্তন ট্রাব্যুনাল-১-এর বিচার মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ দাবিতে আইনজীবীদের চলমান আদালত বর্জন কর্মসূচি তৃতীয় দফায় আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।
এর ফলে আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্দোলন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ৯ জানুয়ারি পূর্বঘোষিত তিন কার্যদিবসের আদালত বর্জন কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও ওইদিন বিকেলে জেলা আইনজীবী সমিতির সভায় আন্দোলন দ্বিতীয় দফায় ১২ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।
আইনজীবীদের আন্দোলনের কারণে গত ১ জানুয়ারি থেকে আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিচারকরা আদালতে এলেও আইনজীবীরা এজলাসে না যাওয়ায় মামলার বিচারকাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
এদিকে বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও বিচারকের নামে কুরুচিপূর্ণ স্লোগানসহ বিচারকাজ বিঘ্নিত করার অভিযোগে দুই দফায় ২৪ আইনজীবীকে উচ্চ আদালতে তলব করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, 'দাবি আদায় না হওয়ায় তৃতীয় দফায় আদালত বর্জন কর্মসূচি বাড়ানো হয়েছে। আজ রাতে ঢাকায় আইনমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে। যদি আমাদের দাবি মেনে বিষয়টি সুরাহা হয়, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করে আগামী রোববার (১৫ জানুয়ারি) থেকে আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নেব।'