সুন্দরবনে ৫০০ মেট্রিক টন সার বোঝাই কার্গো ডুবি
সুন্দরবনের পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় ৫০০ মেট্রিক টন সার নিয়ে 'এমভি শাহজালাল এক্সপ্রেস' নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোতে থাকা ৮ কর্মী পাশে থাকা আরেকটি কার্গো জাহাজে আশ্রয় নিয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া এলাকার ৮ নম্বর এ্যাংকারেজে ওই কার্গো জাহাজ ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ।
তিনি জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকার ৯ নং এ্যাংকারেজে অবস্থান করা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ মেট্রিক টন এমওপি সার বোঝাই করে কার্গো জাহাজটি। পরে সেখান থেকে খুলনার শিরোমনির উদ্দেশে রওনা দেয়। তবে ৮ নং এ্যাংকারেজে পৌঁছালে সেখানে অবস্থান করা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পিছনে কার্গোটির ধাক্কা লাগে। পরে কার্গোটি সেখানে ডুবে যায়।
ওই কার্গোজাহাজের সাতজন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী পাশে থাকা এমভি নয়ন-শয়ন ও মাহমুদ রায়হান নামক কার্গো জাহাজে গিয়ে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ সেখানে গিয়ে 'রেড মার্কিং' করেছে।
ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, 'ডুবে যাওয়া কার্গোটির ফিটনেস সার্টিফিকেট আছে। আর এটি পশুর নদীর মূল চ্যানেলে ডুবে গেলেও বর্তমানে ওই চ্যানেল দিয়ে অন্যান্য নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে।'