সুন্দরবনের নদীর ৭০ পিস জাবা মাছ বিক্রি হল ১.৫৭ লাখ টাকায়
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাসিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৭০ পিস জাবা মাছ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেই মাছ নিয়ে উপকূলে ফেরেন জেলেরা। মাছগুলো বিক্রি হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকায়।
উপকূলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের বাসিন্দা মজিদ গাজী বলেন, "বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে ৮ জন একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলাম। গত ১৫ দিনে জাবা মাছগুলো জালে ধরা পড়ে।"
"এক ব্যবসায়ীর কাছে মাছগুলো ১ লাখ ৫৭ হাজার টাকায় বিক্রি করেছি," যোগ করেন মজিদ।
মাছের ক্রেতা ব্যবসায়ী বক্কার আলী জানান, "৭০ পিস মাছ কিনেছি। মাছের ওজন ২০০ গ্রাম থেকে ১৮০০ গ্রাম পর্যন্ত রয়েছে।"
তিনি আরও বলেন, "জাবা মাছের ফুলকা খুব দামী হাওয়ায় এগুলো সংরক্ষণ করে রাখি। এরপর চট্রগ্রামের বায়ার আমার কাছ থেকে এগুলো কিনে নেন। চীনে রপ্তানিও হয় এই ফুলকা। এটা দিয়ে শীতকালে তারা স্যুপ তৈরি করে খান।"