সরে গেছে বাঘ, স্বস্তিতে বনরক্ষীরা
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর অফিস এলাকা থেকে বাঘগুলো সরে গেছে। রোববার দুপুরে বাঘগুলোকে আর দেখা যাচ্ছে না। বাঘের ডাকও শুনতে পাচ্ছেন না বনরক্ষীরা।
ধারণা করা হচ্ছে, পথ ভুলে অফিস এলাকায় ঢুকে পড়ছিল বাঘগুলো। তারপর মিঠা পানির পুকুর পেয়ে পানি খেতে নামে। বনরক্ষীদের সতর্ক উপস্থিতি টের পেয়ে তারা বনের গহীনে ফিরে গেছে, এমনটি ধারণা করছে বন বিভাগ।
এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের আগপর্যন্ত কয়েকবার বাঘগুলোকে ঘোরাঘুরি করতে দেখেছেন বনরক্ষীরা।
বনরক্ষীরা বলছেন, চাকরিসূত্রে সুন্দরবনের অভ্যন্তরে থাকলেও, তারা আগে বাঘ দেখেননি। তাই প্রথমবারের মতো বাঘ দেখে ভয় পেয়েছিলেন। তবে বাঘগুলো চলে যাওয়ার পরে স্বস্তি ফিরে পেয়েছেন তারা।
চান্দেশ্বর অফিসের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, 'শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের আগমুহূর্তে একবার বাঘগুলোকে দেখা গেছে। পরবর্তীতে আর দেখা যায়নি। বাঘের গর্জনও শুনতে পাইনি আমরা। মূলত যতদূর মনে হচ্ছে ঘুরতে ঘুরতে অফিস এলাকায় ঢুকে পড়েছিল। পরবর্তীতে পরিচিত এলাকা না হওয়ায় এবং বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চলে গেছে।'
তিনি আরও বলেন, 'বাঘগুলো শান্ত ছিল। কোনো হিংস্রতা প্রদর্শন করেনি তারা। এরপরও আমরা সতর্ক ছিলাম। এখনও আমরা সতর্ক আছি। বাঘ এলেও যাতে কারও কোনো ক্ষতি না হয় এবং বাঘগুলোকে কেউ যাতে বিরক্ত না করে, সেজন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি।'
চান্দেশ্বর অফিস এলাকায় বাঘ আসা সম্পর্কে বন কর্মকর্তা আজাদ কবির বলেন, 'সুন্দরবনের মধ্যে বাঘ ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। তবে যেসব স্থানে মানুষ থাকে সেখানে বাঘ যাওয়ার কথা না। ঘুরতে ঘুরতে পথ ভুলে ওই এলাকায় গিয়েছে। পরবর্তীতে যখন বুঝতে পেরেছে, তখন ওরা নিজেদের পছন্দমতো স্থানে ফিরে গেছে।'