বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত
বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ বুধবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আবেদন নিষ্পত্তি করেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল।
ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে এ বছর বাংলা একাডেমি বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেয়নি।
বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই হচ্ছে- মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালামের লেখা 'বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে', লেখক জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম' এবং লেখক ফয়েজ আহমদ তৈয়্যব-এর 'অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'।
একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি প্রকাশনীটির স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান রিট করেন।
সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে আদর্শ প্রকাশনীকে একুশে বইমেলায় স্টল বরাদ্দ দিতে বাংলা একাডেমিকে নির্দেশ দিয়েছিলেন। তবে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলা একাডেমির মহাপরিচালকের আপিল বিভাগে করা লিভ টু আপিল গত ১৩ ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি ১৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় আজ সে আবেদনের ওপর শুনানি হলো।