মেট্রোরেলের মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে ১৫ মার্চ
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে আগামী ১৫ মার্চ। ওই দিন মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হবে সাধারণ যাত্রীদের জন্য।
আর এ মাসের শেষ সপ্তাহে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালুর মাধ্যমে উত্তরা আগারগাঁও লাইনের সব স্টেশন চালু হতে যাচ্ছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এসব তথ্য জানান।
ছিদ্দিক বলেন, সবগুলো স্টেশন চালুর পর মেট্রোরেল সেবার সময়কাল পর্যায়ক্রমে বাড়ানো হবে। জুলাই মাসে পুরো সক্ষমতায় শতভাগ সেবা দেওয়া হবে।
তিনি জানান, পুরো সেবা চালু হলে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো লাইনের স্টেশনে এন্ট্রি ও এক্সিটের কাজ চলছে। বছরের শেষ দিকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে।
এ সময় তিনি আরও জানান, এমআরটি লাইন-৬ এর ২৪ সেট ট্রেনের সর্বশেষ সেটটি চলতি মাসে দেশে আসবে। এখন মেট্রোরেল পরিচালনা ও কমলাপুর পর্যন্ত লাইন সম্প্রসারণের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।
এ সময় ছিদ্দিক জানান, উত্তরা-আগারগাঁও অংশে এ পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে ভাড়া বাবদ আয় হয়েছে ৪.৭৬ কোটি টাকা। এখন পর্যন্ত মেট্রোরেল পরিচালনার ব্যয় ভাড়া থেকেই উঠে আসছে বলে তিনি দাবি করেন।