মেঘনা গ্রুপের এফএমসিজি বিভাগের সিইও হিসেবে যোগ দিলেন সৈয়দ আলমগীর
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর।
মেঘনা গ্রুপে যোগদানের আগে আকিজ ভেঞ্চারস লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে কাজ করছেন তিনি।
এর আগে তিনি ১৯৯২ সালে যমুনা গ্রুপের গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদানের আগে ১৯৯৮ সাল পর্যন্ত সেখানে তিনি কাজ করেন এবং পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন সৈয়দ আলমগীর ।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৈয়দ আলমগীরের এফএমসিজি শিল্পে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আশা করা হচ্ছে কোম্পানির কার্যক্রমে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এটি।
মেঘনা গ্রুপে যোগদানের আগে সৈয়দ আলমগীর বাংলাদেশ এবং বিদেশে বেশকিছু বহুজাতিক এফএমসিজি কোম্পানিতে সিনিয়র পদে ছিলেন।
তিনি জাতিসংঘ শিশু তহবিলের বেসরকারি খাতের উপদেষ্টা বোর্ডেরও সদস্য।
সৈয়দ আলমগীরের অন্যান্য দক্ষতার মধ্যে রয়েছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশান এবং ব্যবসায়িক উন্নয়ন।