পদত্যাগ করেছেন ইন্টেল-এর সিইও প্যাট গেলসিঞ্জার
প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সোমবার (২ ডিসেম্বর) ঘোষণা দিয়েছে, সিইও প্যাট গেলসিঞ্জার প্রতিষ্ঠানে কঠিন সময় পার করার পর পদত্যাগ করেছেন। গেলসিঞ্জারের নেতৃত্বে, ইন্টেলের শেয়ার মূল্য ৬১ শতাংশ কমে গেছে কারণ প্রতিষ্ঠানটি এআই বিপ্লবের সুযোগ হারিয়েছে এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে পড়েছে।
প্যাট গেলসিঞ্জার ১ ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং প্রতিষ্ঠানের বোর্ড থেকেও সরে দাঁড়িয়েছেন।
ইন্টেল জানিয়েছে, ইন্টেলের সিএফও ডেভিড জিন্সনার এবং ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপের জেনারেল ম্যানেজার মিশেল জনস্টন হোলথাউস অন্তবর্তীকালীন কো-সিইও হিসেবে দায়িত্ব নেবে। তারা একজন নতুন স্থায়ী সিইও খুঁজে বের করার কাজ করবেন। হোলথাউসকে ইনটেল প্রোডাক্টসের নতুন সিইও-এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ডেটা সেন্টার ও এআই পণ্যগুলোর তদারকি করবেন।
গেলসিঞ্জার ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইন্টেলের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিএমওয়্যার-এর সিইও ছিলেন। সিইও হিসেবে দায়িত্ব নিয়ে অনেক বছর পর তিনি আবার ইন্টেলে ফিরে আসেন। তিনি আগে প্রতিষ্ঠানটিতে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কাজ করেছিলেন।
ইন্টেলে সিইও হিসেবে গেলসিঞ্জারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি নতুন প্রতিযোগিতা, উৎপাদন বিলম্ব এবং শীর্ষ প্রতিভা হারানোর সমস্যায় পড়েছিল। যদিও মার্কিন সরকারের সাহায্যে দেশীয় চিপ উৎপাদনকে সহায়তা দেওয়া হয়েছিল, তবে ইন্টেল প্রযুক্তির নতুন দিগন্তে পিছিয়ে পড়েছিল।
ইন্টেলের শেয়ার সোমবার শুরুতে ৩ শতাংশ বেড়েছিল, কিন্তু দুপুরের মধ্যে ১ শতাংশ কমে যায়। এছাড়াও, প্রতিষ্ঠানটি ১০ বিলিয়ন ডলার খরচ কমাতে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
এক সময় বিশ্বের চিপ বাজারে ইন্টেলের একচেটিয়া আধিপত্য ছিল। কিন্তু মোবাইল কম্পিউটিং ও এআই বিপ্লবের ফলে প্রতিষ্ঠানটি তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতে পারেনি।
প্যাট গেলসিঞ্জার সিইও হওয়ার পর ওপেনএআই চ্যাটজিপিটি চালু করে এবং এটি বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই সময়ে, এক সময় ইন্টেলের ছোট প্রতিদ্বন্দ্বী এনভিডিয়া এখন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি। এনভিডিয়া এআই চালিত ডেটা সেন্টারগুলোর জন্য চিপে বিশাল বিনিয়োগ করে এবং বর্তমানে তার বাজার মূল্য ৩.৪ ট্রিলিয়ন ডলার, যা ইন্টেলের ১০৪ বিলিয়ন ডলারের বাজারমূল্যের থেকে ৩৩ গুণ বেশি।
গত দুই বছরে এনভিডিয়ার শেয়ার মূল্য প্রায় ৭২০ শতাংশ বেড়েছে এবং এটি প্রযুক্তি বিশ্বে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
ইনটেলের বোর্ড চেয়ার ফ্রাঙ্ক ইয়ারি বলেন, "কোম্পানিটি তাদের পণ্য পোর্টফোলিও এবং উৎপাদন ক্ষমতা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে, পাশাপাশি খরচ এবং মূলধন অপটিমাইজ করার জন্য কাজ করছে।"
ইয়ারি আরও বলেন, "নতুন কো-সিইওরা ইন্টেলকে অ্যাপলসহ প্রতিযোগী কোম্পানিগুলোর জন্য প্রসেসর তৈরির উদ্যোগে নেতৃত্ব দেবেন, যা টিএসএমসির সঙ্গে আরও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে।"
ইন্টেল গত সপ্তাহে জানায়, বাইডেন প্রশাসনের চিপস অ্যাক্টের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন সুবিধা সম্প্রসারণের জন্য দেওয়া ৮.৫ বিলিয়ন ডলারের অনুদান কমিয়ে ৭.৮৬ বিলিয়ন ডলারে সীমাবদ্ধ করেছে, কারণ কোম্পানিটি তার প্ল্যান্ট স্থাপনের সময়সূচি বিলম্বিত করেছে। এই পরিমাণে ৩ বিলিয়ন ডলারের একটি আলাদা অনুদানও রয়েছে, যা মার্কিন প্রতিরক্ষা প্রচেষ্টার জন্য চিপ উৎপাদনে ব্যবহৃত হবে।