৪৯তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ ব্যুরোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ
সর্বসম্মতিক্রমে ৪৯তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ ব্যুরোর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরান ও তুরস্কের সাথে এশিয়া গ্রুপ থেকে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) কমিশনার নির্বাচনে জিতেছেন বাংলাদেশের মনোনীত প্রার্থী শীপা হাফিজা।
পাশাপাশি, বাংলাদেশ ওআইসি ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্যও নির্বাচিত হয়েছে। এশিয়ার অন্য সদস্য দেশ হলো তুরস্ক ও ইরান।
এ বছর 'মডারেশন: কি টু সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি' থিম নিয়ে পররাষ্ট্রমন্ত্রী পরিষদ ব্যুরোর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ সম্মেলনে।
সম্মেলনে ড. মোমেন বাংলাদেশের অর্থনীতির ওপর আলোকপাত করেন।
এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সদস্য রাষ্ট্র এবং নেতাদের সক্রিয় ভূমিকা পালনের ওপরও জোর দেন।