বিড়ালের বাচ্চা দেওয়ার কথা বলে শিশুকে অপহরণের অভিযোগ
চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা রোড এলাকায় বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নী নামক ৪র্থ শ্রেণী পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে পাহাড়তলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেছেন শিশুটির মা মোছাম্মৎ বিবি ফাতেমা। বিচারক শারমিন জাহান অভিযোগ আমলে নিয়ে সরাসরি মামলা গ্রহণ করতে পাহাড়লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বাদীর পক্ষে আদালতে অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর পক্ষে অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ও গোলাম মাওলা মুরাদসহ প্যানেল আইনজীবীরা।
অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত ২১ মার্চ স্কুলের যাওয়ার পথে শিশুটিকে বিড়াল ছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা সিসিটিভির ফুটেছে ধরা পড়েছে।
শিশুটির মায়ের বরাতে অ্যাডভোকেট জিয়া হাবিব বলেন, 'ঘটনার পরপরই বিষয়টি থানাকে অবহিত করা হলেও পুলিশ আসামি রুবেলকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এরপর থেকে সে দাড়ি কেটে ও বেশভূষা পরিবর্তন করে এলাকায় অবস্থান করছে।'