রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত
ঢাকার সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।
রোববার (৯ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।
প্রায় এক দশক আগে রানা প্লাজা ভবন ধসে পড়ে ১,১৩৫ জন গার্মেন্টসকর্মী মারা যাওয়ার পর তার নামে মামলা দায়ের করা হুয়।
এর আগে সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে সকালে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) হাইকোর্ট সোহেল রানার জামিন মঞ্জুর করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে থাকা আট তলা রানা প্লাজা ধ্বসে পড়লে পৃথিবীর অন্যতম বৃহৎ শিল্পদুর্ঘটনা ঘটে। এতে মারা যান ১,১৩৫ জন, জীবিত উদ্ধার করা হয় আরও আড়াই হাজার ব্যক্তিকে।
এ ঘটনার পর সাভার পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর ওয়ালী আশরাফ নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত কারণে সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর ২০১৫ সালের মাঝামাঝি সময়ে মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে ঢাকা জেলা আদালতের অধীনে আছে।
২০২০ সালের ১২ নভেম্বর সোহেল রানার জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।