রানা প্লাজার মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বিচারিক আদালতকে এ নির্দেশ দেন।
একইসঙ্গে ভবনের মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ।
আলোচিত এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়ে গত বছরের ৬ এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট।
পরে এই জামিন স্থগিত চেয়ে সরকারপক্ষ আবেদন করে, যা ৯ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। ওইদিন চেম্বার আদালত সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আবেদনটির ওপর শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। এর ফলে সোহেল রানার মুক্তিও স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। নিহতদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবন মালিক সোহেল রানা।