নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও পোস্টার লাগালে ১৫ দিনের কারাদণ্ড
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশনের ঠিক করে দেওয়া জায়গা ছাড়া অন্য কোথাও পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগিয়ে কেউ দৃষ্টিদূষণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে মেয়র আতিক বলেন, আইন অনুযায়ী অপরাধীকে ন্যূনতম ১৫ দিনের জেল বা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
আতিকুল ইসলাম বলেন, 'এই শহর আমাদের। এই শহরকে আমাদেরই রক্ষা করতে হবে। পোস্টার লাগিয়ে আমরা শহরকে দূষিত করছি। আমরা শব্দ করে পরিবেশ দূষিত করছি, বায়ু দূষিত করছি। তাই আগে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। সরকার বা সিটি কর্পোরেশন জোর করে এসব পরিবর্তন আনতে পারবে না। আমরা সবাই সচেতন হলে সব ঠিক হয়ে যাবে।'
মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট সম্পর্কে তিনি বলেন, 'মগবাজারের এই অংশটি দেখে মনে হতো এখানে কোনো মানুষ থাকে না। আমরা সবাই অমানুষ হয়ে গেছি। আমাদের শিশুরা যে শহরে থাকে, সেই শহর নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমরা তাদের কী বার্তা দিচ্ছি? পোস্টার লাগিয়ে আমরা এই শহরকে দূষিত করছি।'
তিনি আরও বলেন, 'আমরা বিভিন্ন পিলারে সিসি ক্যামেরা লাগাব। জনগণ, কাউন্সিলররা মিলে খেয়াল রাখবেন এই কাজটি [গ্রাফিতি] যেন এখনকার মতো সুন্দর থাকে। কেউ যেন এখানে বাণিজ্যিকভাবে পোস্টার লাগাতে না পারে। পোস্টার লাগাতে চাইলে সিটি কর্পোরেশনের ঠিক করে দেওয়া জায়গায় লাগাতে পারে।'
মেয়র আতিক বলেন, উন্নত বিশ্বেও এ ধরনের গ্রাফিতি রয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপীয় দেশ, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং ভারতেও এ ধরনের চিত্রকর্ম দেখা যায়।
আতিকুল ইসলাম জানা, প্রত্যেক ওয়ার্ডে পোস্টার সাঁটার জন্য অন্তত পাঁচটি জায়গা বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও পোস্টার লাগানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।