নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দক্ষিণ সিটি
ঢাকা নিউ মার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি।
ডিএসসিসি'র পাবলিক রিলেশনস কর্মকর্তা আবু নাসের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহবায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার একাংশে আগুনের সূত্রপাত হয়।
রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে, অর্থাৎ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ আগুনের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৩২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে যান।