ঝুঁকিপূর্ণ আড়ত উচ্ছেদে বাধা, ফিরতে হলো উত্তর সিটিকে
রাজধানীর সর্ববৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ কাঁচামালের আড়ত মার্কেট উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে ফিরলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে এ অভিযান শুরু হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা জানায়, কারওয়ান বাজারে কাঁচামালের আড়তটি ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ডিএনসিসি ঝুঁকিপূর্ণ মার্কেটের যে তালিকা করেছে, সেখানে এ আড়তের নাম ছিল।
গত এপ্রিলে আড়ত খালি করতে আড়তদারদের চিঠিও দেয় ডিএনসিসি। কিন্তু তা আমলে না নিয়ে সেখানে যথারীতি ব্যবসা পরিচালনা করে আসছিলেন আড়তদাররা। এ অবস্থায় আজ ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি সাংবাদিকদের জানান, কাঁচাবাজারের আড়তে ১৭৬টি দোকান রয়েছে। মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে আড়তদারদের মার্কেট ছাড়তে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ অভিযানে যাওয়া হয়।
অভিযানে মার্কেটে থাকা সব দোকানের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মার্কেটটি সিলগালা করা হবে বলেও জানান তিনি। তবে অভিযানের মাঝপথে ফিরে আসতে হয় কর্মকর্তাদের।