প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে আবারও রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড শেষে আবারও তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ আবেদন মঞ্জুর করেন।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল হাই টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদন মঞ্জুরের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রকাশ্যে জনসভায় তার এই হুমকির পর সারাদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এর একদিন পর ২১ মে রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপরই রাজশাহী জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন শাখা চাঁদকে গ্রেপ্তার করতে মাঠে নামে।
এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর ভেড়ীপাড়া মোড়ে একটি প্রাইভেট কার থেকে চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।