তুলে নেওয়া হয়েছে আমিনবাজার চেকপোস্ট, স্বাভাবিক যানবাহন চলাচল
রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে টানা ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশী কার্যক্রম পরিচালনার পর, দুপুর সাড়ে ৩ টার দিকে চেকপোস্ট তুলে নেওয়ায় স্বাভাবিক হয়েছে মহাসড়কের যানবাহন চলাচল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'আমরা সাড়ে ৩টা পর্যন্ত আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আমিনবাজারে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছি। প্রয়োজন অনুসারে, তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীতে আবারও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে'।
এর আগে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ঢাকামুখি লেনে ব্যারিকেড দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করায় মহাসড়কের বলিয়ারপুর থেকে আমিনবাজার এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত হাজারো মানুষ। এসময় ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকেও আমিনবাজার পার হতে না পেরে অনেককে পায়ে গন্তব্যে পৌছানোর চেষ্টা করতে দেখা যায়। যদিও মহাসড়কের আরিচামুখি লেনে যানবাহন চলাচলে স্বাভাবিক ছিল।