রাজধানীতে সমাবেশ: আমিনবাজার ও আশুলিয়া চেকপোস্ট থেকে আটক অন্তত ২০
রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার ও আশুলিয়ার আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।
সকাল থেকে আমিনবাজারের সরকারি ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে ও আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই তল্লাশী কার্যক্রম শুরু করা হয়।
এদিকে সকাল থেকে শুরু হওয়া এসব চেকপোস্ট থেকে বেলা ১১টা পর্যন্ত মাইক্রোবাসসহ সন্দেহভাজন হিসাবে অন্তত ২০-২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বলেন, "আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চেকপোস্ট কার্যক্রম চলছে। এর মধ্যে সন্দেহভাজন হিসাবে কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।"
সন্দেহভাজন হিসাবে মোট কতজনকে এসব চেকপোস্ট থেকে আটক করা হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, "২০/২৫ জন হতে পারে"।
ঢাকা যাওয়ার পথে চেকপোস্ট থেকে আটক মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, "মানিকগঞ্জ থেকে ৩ জন আত্মীয়কে সাথে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। সেখান থেকে সমাবেশে যাওয়ার কথা আমার, বাকীরা একজন আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফিরে যাবে। কিন্তু চেকপোস্টে গাড়িসহ আমাদের ৪ জনকেই আটক করা হয়েছে।"
"আমার নামে যে মামলাগুলো রয়েছে, তার সবগুলোতেই আমি জামিনে আছি। কেন আটকানো হয়েছে পুলিশ তাও বলছে না। একটা স্বাধীন দেশে কি এগুলো প্রত্যাশিত, এই যে হয়রানি করা হচ্ছে এর কি কোন যৌক্তিকতা আছে", তিনি যোগ করেন।
সকালে আমিনবাজারে পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায় ঢাকামুখী লেনে তল্লাশী চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করছে পুলিশ।
বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চেকপোস্টের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখি লেনে কিছুটা যানজট সৃষ্টি হলেও কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত চেকপোস্টকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে কোন যানজট দেখা যায়নি।
অন্যদিকে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময় ৬৪ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।
ফেনসিডিল সহ আটককৃতরা হলো, নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হিলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশী চলছে।"
"সকালে সন্দেহ হলে 'সংবাদপত্র' পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশী করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এটি ছাড়া চেকপোস্ট থেকে সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হয়নি", যোগ করেন ওসি।