সরকার এখনো আস্থা তৈরি করতে পারেনি, নির্বাচনের প্রস্তুতিও বাকি: ইইউকে নির্বাচন পর্যবেক্ষকেরা
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার এখনও আস্থা তৈরি করতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি বলে আজ এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর সফররত নির্বাচনী অনুসন্ধানী মিশনকে বলেছেন নির্বাচন পর্যবেক্ষকেরা।
রোববার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ইইউ প্রতিনিধিদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ 'ব্রতী'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, 'নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির পর্যায়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি এবং এখনো আস্থার জায়গা তৈরি হয়নি। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ এবং গণপ্রতিনিধিত্ব বিলের (আরপিও) পরিবর্তনকে সে লক্ষ্যে ভালো কিছু বলে আমরা মনে করি না।'
তিনি বলেন, 'আরপিও সংশোধনীকে আমি ভালো চোখে দেখছি না। এটি নির্বাচনী প্রক্রিয়াকে অনেক দুর্বল করে দেবে।'
আসন্ন নির্বাচন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতার ওপর পর্যবেক্ষকরা আস্থাশীল কি না — এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের জবাবে শারমিন এ কথা বলেন।
ব্রতী'র সিইও বলেন, 'আমরা বলেছি — নির্বাচন যেমনই হোক — আপনারা পর্যবেক্ষণ করতে আসুন এবং সে আলোকে প্রতিবেদন জমা দিন।
'আরেকটা বিষয় আমি তাদেরকে বলেছি, সরকারের ভেতর ভয় ঢুকে গেছে, তারা ফিয়ার-মুডে চলে গেছে। এ কারণে সরকার ভুল সিদ্ধান্ত নিচ্ছে।'
সরকারের এ ভয় কমানো দরকার মন্তব্য করে তিনি সরকারকে রাজনৈতিক মানসিকতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী দলের দাবি শোনার সুপারিশ করেন।
সভায় আরও উপস্থিত থাকা জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা সম্পর্কে আপনারা ইইউকে কী বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বলেছি কোনো পক্ষই ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে সন্তুষ্ট নয়। শাসকদলের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তাদের খেদ আছে। প্রধানমন্ত্রী আগামী নির্বাচন গত দুটি নির্বাচনের মতো হবে না বলে আশা করেছেন। সেজন্য এখন চ্যালেঞ্জগুলো ভিন্ন।'
এর আগে আজ সফররত ইইউ অনুসন্ধানী মিশন দেশের আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেয়।
আগামী সাধারণ নির্বাচনের আগে দেশের নির্বাচনী আবহ অনুসন্ধান করতে ৯ জুলাই ঢাকায় আসে ইইউ মিশন।
২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদলটি। এ দলে আছেন দিমিত্রা ইওনাউ, আলভেস ক্রিটিনা ডস রামোস, মিলার ইয়ান জেমস, শ্যামেন ক্রিস্টোফার, ম্যারি-হেলেন এন্ডারলিন প্রমুখ।
ঢাকায় ইইউ মিশন-এর তথ্য অনুসারে, আসন্ন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 'পরামর্শযোগ্যতা, উপযোগিতা এবং সম্ভাব্যতা' মূল্যায়ন করাই এর মূল উদ্দেশ্য।