মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপির বৈঠক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি'র একটি প্রতিনিধি দল।
বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে দশটা পর্যন্ত।
দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
এর আগে নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলসহ বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
এদিকে আগামীকাল (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।
মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এ সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে আগামী ৩০ জুলাই থেকে ঢাকায় টানা কর্মসূচিতে যেতে পারে বিএনপি ও যুগপতের শরিকরা। এ কর্মসূচির মধ্যে থাকবে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান।
একই দিন আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ রয়েছে।
দু্ই মেরুর রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক মাস আগেই এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।