দুই দলের কর্মসূচিকে ঘিরে আমিনবাজার চেকপোস্টে তল্লাশি-আটক
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে জেলা পুলিশের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ফলে কিছুক্ষণ পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার ঢাকামুখী লেনে ১.৫ থেকে ২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।
সকাল ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
এসময় ওয়াকিটকি হাতে সাদা পোশাকধারী একদল ব্যক্তিকে পুলিশের পাশাপাশি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ শেষে বেশ কয়েকজনকে চেকপোস্ট সংলগ্ন আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে যেতে দেখা যায় তাদের।
চেকপোস্ট থেকে সকাল ৯টা পর্যন্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে অন্তত ৬০ এর অধিক ব্যক্তিকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে যেতে দেখা যায়।
আটককৃতদের পরে একটি প্রিজন ভ্যানে তুলে সাভার থানার পথে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে আটকে থাকা বেশ কয়েকজনের সাথে কথা বলেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
সেখানে আটক থাকা ফজলুল হক নামে এক ব্যক্তি বলেন, "আমরা দুইজন সকালে ব্যবসার কাজে মালামাল কিনতে চন্দ্রা থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। গাড়ি চেকপোস্টে আসলে পুলিশ থামিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করে।"
"পুলিশ পরে মোবাইল চেক করে আমার ফেসবুকে বিএনপির সমাবেশের একটি ছবি পাওয়ায় আমাদের দুজনকে এখানে আটকে রেখেছে, কোথাও যেতে দিচ্ছে না। মোবাইলও নিয়ে গিয়েছে," বলেন তিনি।
রংপুর থেকে ঢাকায় পথে যাওয়ার পথে চেকপোস্ট থেকে আটক হওয়া সোহেল নামে এক ব্যক্তি বলেন, "ব্র্যাকে একটি ট্রেনিং থাকায় আমরা দুই বন্ধু একটি বাসে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সকালে চেকপোস্টে আসলে পুলিশ কোথায় যাচ্ছি জানতে চায়। পরে আমার কাছে পরিচয়পত্র না থাকায় পুলিশ আমাকে আটক করে। আমার সাথে থাকা ব্যক্তির কাছে ব্র্যাকের কার্ড থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।"
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল্লাহ হিল কাফী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "এটি আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ।"
"পাশাপাশি যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব, তাই আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি কার্যক্রমে জোর দিচ্ছি," যোগ করেন তিনি।
আটক প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, "আটক বা গ্রেপ্তার না ঠিক, যাদের সন্দেহ হচ্ছে আমরা তাদের চেকব্যাক করছি। যাচাই-বাছাই, জিজ্ঞাসাবাদ করছি। এর সবকিছুই করা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে।"
তবে ঠিক কতজনকে সকাল থেকে আটক করা হয়েছে, সে বিষয়ে কোন পরিষ্কার ধারণা দেননি পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে চেকপোস্টে সাদা পোশাকধারী প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, "সাদা পোশাকে আমাদের কেউ নেই। ডিবির যারা রয়েছেন, তাদের পরনে ডিবির জ্যাকেট রয়েছে। যাদের কথা বলছেন তারা আমাদের পুলিশের কেউ না, বিষয়টি দেখছি আমি।"
আজ জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।
এদিকে বিকেল তিনটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন।