চট্টগ্রামে লরি উল্টে চাপা পড়ল প্রাইভেট কার, অক্ষত চার যাত্রী
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/08/05/fb_img_1691224987936_0.jpg)
চট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেট কার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রীর সবাই প্রাণে বাঁচলেও চালক হালকা আহত হয়েছেন।
আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লরিটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে আছে। পরে আমরা প্রাইভেট কারে থাকা চার যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।"
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর টিবিএসকে বলেন, "প্রাইভেট কারে থোকা সব যাত্রী সুস্থ আছেন। শুধু চালক হালকা ব্যথা পেয়েছেন।"
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/08/05/fb_img_1691224993913_5.jpg)
তিনি আরো বলেন, "দুটি গাড়িই পুলিশের হেফাজতে আছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।"