মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনা উৎসাহজনক: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সন্ত্রাস ও মৌলবাদের যে প্রবল কুৎসিত চেহারা দেখা গিয়েছিল, তা যেন আবারও দেখা না দেয় সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি দুঃখের সাথে স্মরণ করছি ৯/১১ (লাইন এলেভেন) টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা, যে ঘটনায় ২,৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন; যেখানে ৬ জন ছিলেন বাংলাদেশি এবং তাদের মধ্যে ৩ জন ছিলেন আমার নিজ জেলা, সিলেটের।"
মোমেন বলেন, "আমরা তাদের শান্তির জন্য প্রার্থনা করি। আমরা আশা করি, এমন ঘটনা আর কখনো না ঘটবে না।"
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ছিল যথেষ্ট উৎসাহজনক।
"সন্ত্রাসবাদের অবসানে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কারণে কোনো ধরনের বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং সন্ত্রাসী হামলার কারণে প্রাণহানির আশঙ্কা নেই," যোগ করেন তিনি।